চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার-২

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার-২

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বহালাবাড়ী গ্রামের মৃত ইয়াসিনের ছেলে ইসমাইল হোসেন (৪২) ও একই উপজেলার হামিদনগর গ্রামের তাবারক ওরফে তাবার ছেলে নাজিমুল ওরফে নাজমুল (৪০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম ৫১ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ২৪ মার্চ রোববার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বহালাবাড়ী গ্রামে ৫১ বোতল ফেনসিডিলসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে আসামি ইসমাইলের তথ্য মতে হামিদনগর গ্রামে অভিযান পরিচালনা করে রাত ১০ টার দিকে ঘটনার সাথে জড়িত অপর আসামি নাজমুল কে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম এর নির্দেশনা ও ডিবি ওসি মো. শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং এসআই মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।