চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন
একটি শপিং ব্যাগ তল্লাশি করে অবৈধ মাদক ১৯৫ টি বুপ্রেনরফিন ইনজেকশন পাওয়া যায়
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাদক রাখার দায়ে রাজু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাজু শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো মফিজুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২১ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির বালিয়াদিঘী গ্রামের পাকা রাস্তার ওপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রাজু আটক হয়। তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে অবৈধ মাদক ১৯৫ টি বুপ্রেনরফিন ইনজেকশন পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা করে র্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান। পরে,২০২১ সালের ১৯ মার্চ শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নুরুন্নবী অভিযোগপত্র জমা দেন।