নওগাঁয় নারী ভোটারদের অংশগ্রহণে মতবিনিময় সভা
সবার আগে বাংলাদেশ- জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই আহ্বানে আজ নওগাঁয় অনুষ্ঠিত হলো নারী ভোটারদের অংশগ্রহণে এক অনন্য মতবিনিময় সভা
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :সবার আগে বাংলাদেশ- জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই আহ্বানে আজ নওগাঁয় অনুষ্ঠিত হলো নারী ভোটারদের অংশগ্রহণে এক অনন্য মতবিনিময় সভা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে,ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের ভাবনা, প্রত্যাশা ও অংশগ্রহণের বার্তা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল,ধর্ম যার যার, বাংলাদেশ সবার।নওগাঁ সদর-০৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ মাসুদ হাসান তুহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “নারীরা শুধু ভোটার নন, তাঁরা বাংলাদেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় শক্তি।আগামী নির্বাচনে তাঁদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারী ভোটারদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। তাঁরা আরো বলেন, ধর্ম-বর্ণ, শ্রেণি বা অঞ্চল নয় — বাংলাদেশের উন্নয়নে প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও সচেতন নেতৃত্ব। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় নওগাঁ ঘোষপাড়া আনন্দমাঠ প্রাঙ্গণে আয়োজনে ছিল দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার নারী, শিক্ষক, গৃহিণী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।মতবিনিময়ের আলোচনায় উঠে আসে নারী নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা এবং রাজনৈতিক ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।
শেষে আয়োজকেরা বলেন, বাংলাদেশ সবার। আমরা চাই এক এমন বাংলাদেশ,যেখানে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে যাবে।
বিকেলের শেষ আলোয় নারী সমাজের ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে ঘোষপাড়া আনন্দমাঠের প্রাঙ্গণ জুড়ে।নওগাঁয় আজ যেন ফুটে ওঠে এক স্বপ্ন — ঐক্য, সহনশীলতা ও সমতার বাংলাদেশ।



