নওগাঁর মান্দায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নওগাঁর মান্দায় মোস্তাফি রায়হান (শেখর) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর বসতবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁর মান্দায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় মোস্তাফি রায়হান (শেখর) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর বসতবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোস্তাফি রায়হান শেখর জানান, গোপালপুর বাজারে তার একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে, সেখানে তিনি রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিক্রি করেন।  তার বাবা (মৃত) মাহতাব আলী  ছিলেন শিক্ষক; অবসরপ্রাপ্ত মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন।

 শুক্রবার রাত থেকে ভারি বৃষ্টি শুরু হয়। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রাচীর টপকে ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে পাশের ঘরে প্রবেশ করে। তারা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা স্বর্ণালঙ্কার (চুড়ি, আঙটি, চেইন) ও নগদ তিন লক্ষাধিক টাকাসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, “তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পুলিশ জানায়, ডাকাতরা বাড়ির ভেতর থাকলে তারা আসবে, না হলে সকালে অভিযোগ দিতে হবে।পরে আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

রায়হান শেখর দাবি করেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে তাদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। তবে প্রবল বৃষ্টির কারণে তারা অল্পের জন্য রক্ষা পান। বর্তমানে তিনি আইনগত সহায়তার জন্য থানায় অভিযোগ দিয়েছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ইতোমধ্যে শনিবার দুপুরে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।