নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে একজনকে কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মো. হায়দর আলী নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মো. হায়দর আলী নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দীঘলবাগ, ইনাতগঞ্জ ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরকান্দি গ্রামের আকরম উল্লার পুত্র হায়দর আলীকে তার দোকানঘর থেকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় হায়দর আলী নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে ধরা পড়েন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, “জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান চলবে।