‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে একজনকে কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মো. হায়দর আলী নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে একজনকে কারাদণ্ড

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মো. হায়দর আলী নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎সোমবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দীঘলবাগ, ইনাতগঞ্জ ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরকান্দি গ্রামের আকরম উল্লার পুত্র হায়দর আলীকে তার দোকানঘর থেকে আটক করা হয়।

‎উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় হায়দর আলী নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে ধরা পড়েন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎অভিযানে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, “জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান চলবে।