দুমকিতে গাঁজাসহ একজন আটক
পটুয়াখালীর দুমকিতে বিপুল পরিমাণ গাঁজাসহ রোমান মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বিপুল পরিমাণ গাঁজাসহ রোমান মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজায় স্থাপিত দুমকি থানা পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
দুমকি থানা সূত্রে জানা যায়, টোল প্লাজা এলাকায় সন্দেহভাজন চলাচল দেখে পুলিশ রোমান মোল্লাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক রোমান মোল্লা রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লার ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযানে উদ্ধারকৃত গাঁজাসহ রোমান মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর নজরদারির প্রতি সাধারণ মানুষের সন্তুষ্টি প্রকাশ পেয়েছে।




