দুমকিতে যুগান্তরের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নতুন পানিতে সফর এবার'এই স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে দুমকিতে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ 'নতুন পানিতে সফর এবার'এই স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে দুমকিতে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলা অডিটোরিয়ামে দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। দৈনিক যুগান্তর দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, দুমকি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, দুমকি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. হাবিবুর রহমান, দুমকি উপজেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার,সদস্য সচিব সালাউদ্দীন রিপন শরীফ,পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমাদ কবির হাওলাদার, পিরতলা বাজার বনিক সমিতির সভাপতি বশির উদ্দিন হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান ও প্রেস ক্লাব দুমকি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।