হাইকোর্টের নির্দেশ পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পুনঃভর্তি করার আদেশ

মহামান্য হাইকোর্টের নির্দেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি অনুষদের দুই শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাইকোর্টের নির্দেশ পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পুনঃভর্তি করার আদেশ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মহামান্য হাইকোর্টের নির্দেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি অনুষদের দুই শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎সোমবার(১০ নভেম্বর)বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হাইকোর্টের রিট পিটিশন নং-১৭৩১৮/২০২৫ অনুসারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফ আইডি নং ২৪০৫২০৫৮, রেজি নং ১৩২১৫ ও জেরিন তাসনিম জুথি আইডি নং ২০০৫২০৬৪, রেজি নং ১০১০৪, সেশন ২০২০-২০২১-কে পুনরায় ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। 

‎বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অনুষদের অধীনে আমির হামজা আসিফ বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-১, সেমিস্টার-১ এবং জেরিন তাসনিম জুথি বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-৩ সেমিস্টার-১ ভর্তি হবেন। এর আগে প্রশাসনিক জটিলতার কারণে তাদের ভর্তি কার্যক্রম স্থগিত ছিল। আদালতের নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনঃভর্তির অনুমোদন প্রদান করে।

‎রেজিস্টার ড. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে উক্ত শিক্ষার্থীদের পুনঃভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অনুষদকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।