ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে দুমকীতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ
হত্যাকারীদের দ্রুত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে পটুয়াখালীর দুমকী উপজেলা ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের দ্রুত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে পটুয়াখালীর দুমকী উপজেলা ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সাম্য হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, যুগ্ম আহ্বায়ক মো. সজিব সরদার, মো. রিয়াজুল ইসলাম, সদস্য মো. শফিকুল ইসলাম ইমরান, মো. রামীম মৃধা, মো. আল আমিন হোসেন, নাঈম মৃধা, ঈছা শরীফ প্রমুখ।
বক্তারা বলেন, “সাম্যের মত একজন মেধাবী ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতির উপর ভয়ঙ্কর আঘাত এসেছে। এ হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,এ হত্যার বিচার না হলে সারাদেশব্যাপী ছাত্রদল আন্দোলনে নামবে।