বরগুনায় আনসার ভিডিপি'র জেলা সমাবেশ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বরগুনা জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
 
                                মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বরগুনা জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী হল রুমে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল।পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক সদন চাকমা,বিভিএম।
প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের শুভ উদ্বোধন করেন।
বরগুনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল তার স্বাগত বক্তব্যে আনসার ও ভিডিপি সদস্যাদের সামগ্রিক কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া তিনি বলেন দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ।
সমাবেশে আনসার ও ভিডিপির ৩০০ জন সদস্য অংশ গ্রহণ করেন। ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ৬ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
