পবিপ্রবিতে ফসফরাস-ঘাটতিযুক্ত মাটিতে ধানের উৎপাদনশীলতা বাড়াতে ওয়ার্কশপ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে “Improving Rice Productivity in Phosphorus Deficient Soils Using Genetic and Microbial Innovations” শীর্ষক ওয়ার্কশপ
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে “Improving Rice Productivity in Phosphorus Deficient Soils Using Genetic and Microbial Innovations” শীর্ষক ওয়ার্কশপ আজ ২০ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।
ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শতাধিক শিক্ষক-গবেষক অংশ নেন।
অনুষ্ঠানে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্ভাবনী পদ্ধতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করে যে এই গবেষণা দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়ে কৃষকদের উপকৃত করবে।




