ঐতিহাসিক দিবরদীঘিতে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর নতুন কমিটি ঘোষণা
নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ শে ফেব্রুয়ারি নওগাঁর পত্নীতলায় অবস্থিত ঐতিহাসিক দিবর দীঘিতে সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়
 
                                এ.বি.এস রতন স্টফ রিপোর্টার্স নওগাঁ:নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ শে ফেব্রুয়ারি নওগাঁর পত্নীতলায় অবস্থিত ঐতিহাসিক দিবর দীঘিতে সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে এস এম আজাদ হোসেন মুরাদ সভাপতি এবং রিফাত হোসাইন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি আশরাফুল ইসলাম নয়ন ও সরদার উত্তাল মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী ও এনআর খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইয়াসিন আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন,আজাদুল ইসলাম আজাদ, মো. আব্দুর রহমান রিজভী, মাজেদুর রহমান লিটন, মো. তুহিন রেজা, রাকিব রায়হান, আব্দুল মান্নান।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন এবং সদস্য এবিএম রফিকুল ইসলাম রফিক ও আজাদুল ইসলাম আজাদ।
নবগঠিত কমিটি নওগাঁর উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
