চাঁপাইনবাবগঞ্জে নতুন করে শিশুসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ আরও ১২ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সোমবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে নতুনহাট এলাকার ৭ বছরের এক শিশুসহ আরো ১২ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন পুরুষ ও ৩ জন নারীসহ ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ১ জন নারী ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ১ জন নারীর দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়।
সোমবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৪ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৪৬৯ জনকে। এর মধ্যে গতকাল সোমবার ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৩৭৩ জন পুরুষ এবং ৯৬ জন নারী রয়েছেন।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ৬ নারীসহ ১৬ জন, শিবগঞ্জে ২ নারীসহ ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নারীসহ ৬ জন জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সবমিলিয়ে জেলায় ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন।