বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূল সভা
আগামী ২৩ জুন ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ
আগামী ২৩ জুন ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে প্রস্তুতিমূল সভা করেছে জেলা আওয়ামী লীগ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহিদ মমিনুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপি। সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষে সভায় মতামত তুলে ধরে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবু নজর খান বৃটিশ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মো. মোখলেসুর রহমান, সদস্য শহীদুল হুদা অলকসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী আগমী ২৩ জুন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসুচির মধ্যে সকাল ২৩ জুনু ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ব্যানার বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা এবং বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা এবং র্যালি শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করা। এছাড়া জেলার সকল উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগকে স্ব উদ্যোগে দিবসটি পালনের জন নির্দেশনা দেওয়া হয় সভায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদকে আহ্বায়ক করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়।
এছাড়া গোমস্তাপুর আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান জাতীয় সংসদে জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।