চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আরো ১০ জন আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরো ১০ জন আক্রান্ত হয়েছেন শুক্রবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরো ১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন পুরুষ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নারী ও ২ জন পুরুষ রোগী ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে ১ জনের বাড়ি সদর উপজেলার বারঘরিয়া, একজনের লক্ষ¥ীপুর, একজনের তেররশিয়া, একজনের দশরশিয়া, একজনের বাখরআলী, একজরেন জেলা সদরে, একজনের শ্যামপুর, একজনের একবরপুর, একজনের আড়গাড়া হাট, একজনের কালুপুর গ্রামে।
শুক্রবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৯ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৩১৮ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ২৬৪ জন পুরুষ এবং ৫৪ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১২জন, শিবগঞ্জে ৬ জন, ভোলাহাটে ৩ জনসহ জেলায় মোট ২১ জন রোগী ভর্তি আছেন।