নাচোলে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

নাচোলে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তার আগে রাত ১২টা ১মিনিটে সরকারি কলেজে শহীদ মিনারে, সকল শহীদদের স্মরণে শুদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান বক্তব্য রাখেন। এছাড়াও প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, এলজিইডি ইঞ্জিনিয়র, শাহিনুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার হাবিবুর রহমান, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন, বিআরডিবি কর্মকর্তা, মোঃ হারুন আর রশিদ, আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।