নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ উদ্বোধন
তারুণ্যের সজীব উদ্দীপনা ও মেধার প্রতিযোগিতার মঞ্চ রচনা করতে "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ তারুণ্যের সজীব উদ্দীপনা ও মেধার প্রতিযোগিতার মঞ্চ রচনা করতে "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫" উপজেলা পর্যায়ে আন্তঃইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচের মাধ্যমে শুরু হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাচোল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই দিনব্যাপী টুর্নামেন্টে নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ফুটবল দল অংশগ্রহণ করে।
মোটা ৫টি দলের মধ্যে লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন দল বাছাই হয়। খেলার সূচনায় জেলা প্রশাসকের নির্দেশে মাদকমুক্ত, সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে একটি ঐক্যমত্যপূর্ণ বার্তা প্রদান করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে বলেন, "যুবসমাজকে মাদক মুক্ত রেখে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার। খেলাধুলার মাধ্যমে তরুণদের ক্রীড়া চেতনা জাগ্রত করতে হবে এবং মাদক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার শক্তিশালী করতে হবে। ক্রীড়া হলো জাতির আত্মমর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিআরডিবি কর্মকর্তা হারুন আর রশিদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী চলে কঠোর প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে প্রতিটি দল তাদের সর্বোচ্চ চেষ্টা আর মনোযোগ দিয়ে খেলায় অংশগ্রহণ করে। অবশেষে সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নাচোল ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।
এই টুর্নামেন্ট কেবলমাত্র ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও নৈতিক পথে পরিচালিত করার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবেই গণ্য হচ্ছে। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করার এক অনন্য সুযোগ প্রদান করছে।
আসবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজেদের অঙ্গীকার দৃঢ় করবে।