ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃষকদের ‘রানী মা’ ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা

ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃষকদের ‘রানী মা’ ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা এই স্মরণসভা আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষক সমিতির জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, রাকসু’র সাবেক ভিপি কৃষক নেতা রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মহসিন রেজা। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন।

ইলা মিত্রের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, ঐতিহাসিক তেভাগা আন্দোলনে ইলা মিত্রের আত্মত্যাগ আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এ আন্দোলনের জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন তা নিপীড়িত শ্রেণির মানুষজন মনে রাখবেন। তাঁর আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকেও বিভিন্ন শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

বক্তারা আরো বলেন-দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও কৃষকের ধানের দাম সেভাবে বাড়ে না। সরকারকে কৃষকদের জন্য ভাবতে হবে, কৃষিপণ্যের দাম বাড়াতে হবে।