মহারাজপুরে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা
বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে এই মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহারাজপুর হাইস্কুল মাঠে মহারাজপুর ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল জনসভায় পরিণত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদে মহিলা আসন ৩৮, চাঁপাইনবাবগঞ্জের এমপি ফেরদৌসী ইসলাম জেসি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওদুদ বলেন- ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হয়ে আপনাদের জন্য বিভিন্ন ভাতা চালু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে সেই ভাতা বন্ধ করে দেয়। এরপর ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী হতোদরিদ্র মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছেন, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা উপবৃত্তি দিচ্ছেন, মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন। আপনারা এই সব ভাতা পাচ্ছেন। আগামী নির্বাচনে যদি বিএনপি জামায়াত ক্ষমতায় আসে তাহলে আবারো এইসব ভাতা বন্ধ করে দিবে। কাজেই আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
তিনি বলেন-২০০৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে উন্নয়ন করব। প্রতিটি ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি, মসজিদ মাদ্রাসা, গোরস্থানের উন্নয়ন করে দিয়েছি। প্রকৃতপক্ষে এসব কাজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে। তাই যে প্রধানমন্ত্রী আপনাদের জন্য এতো কিছু করছেন তার জন্য আপনাদেরও কিছু করার আছে। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, এইসব ভাতা বন্ধ হয়ে যাবে। কাজেই ভুল করা যাবে না, নৌকায় ভোট দিতে হবে। এসময় উপস্থিত জনতা হ্যাঁ সূচক আওয়াজ তোলেন। এসময় তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুফলসহ সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকা- তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম জেসিও এসব কথা তুলে ধরেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সহসভাপতি রফিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারসহ অন্যরা।