চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলামসহ অন্যরা। সভায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রয়োজনীয় করনীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আগামী ১২ সেপ্টেম্বর (শুক্রবার) চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন হবে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করবেন দুদক এর কমিশনার চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজীজী বলেও সভায় জানানো হয়।