বাল্যবিয়ে রোধে সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে
ইউনিসেফ শিশু উন্নয়ন শিশুর মানসিক বিকাশ বাল্যবিয়ে রোধ শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করে থাকে
ইউনিসেফ বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেনটিটিভ শেলডন ইয়েট বলেছেন, ইউনিসেফ শিশু উন্নয়ন, শিশুর মানসিক বিকাশ, বাল্যবিয়ে রোধ, শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করে থাকে। আর বাল্যবিয়ে প্রতিরোধ করতে হলে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে। এজন্য সমাজের বিভিন্ন সেক্টরের লোকবলকে সচেতন হতে হবে। এছাড়াও আর্সেনিক প্রতিরোধ ও পুষ্টি কর্মসূচি নিয়েও এ জেলায় কাজ করছে ইউনিসেফ।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্থানীয় সরকার পদক, বাল্যবিয়ে রোধ, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিসেফ এর দক্ষিণ এশিয়া প্রধান সঞ্জয় ভিজেশেকারা, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, পুলিশ সুপার ছাইদুল হাসান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উঁরাও, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, ইউনিসেফের এসবিসি অফিসার মনজুর আহমেদ,ওয়াস অফিসার রুহুল আমিন, নিউট্রিশন অফিসার শহীদুল হাসান, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ।
এর আগে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করার মাধ্যমে ব্যস্ত একটি দিন পার করেন ইউনিসেফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসিম উদ্দীন হায়দার এর তত্ত্বাবধানে প্রতিনিধি দলটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আর্সেনিকের অবস্থা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর উচ্চ বিদ্যালয়ে পুষ্টি কর্মসূচি পরিদর্শন করেন এবং পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট শিশু পার্ক পরিদর্শন করেন।