বিএনএম প্রার্থীর আব্দুল মতিনের সংবাদ সম্মেলন
মাওলানা মতিন সংবাদ সম্মেলনে কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভোট বর্জন করতে বাধ্য হবেন বলে জানান
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে প্রতিদ্বন্দ্বী বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন নির্বাচনী প্রচারণায় কর্মী-সমর্থকদের মারধর, নির্বাচনী ক্যাম্পে আগুনসহ ককটেল হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ভোটগ্রহণের মাত্র তিন দিন আগে বুধবার দুপুরে নিজ বাসভবন জেলাশহরের পাঠানপাড়ায় তিনি এই সংবাদ সম্মেলন করেন।
মাওলানা মতিন সংবাদ সম্মেলনে কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভোট বর্জন করতে বাধ্য হবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন লিখিত বক্তব্যে বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমি বিএনপি থেকে পদত্যাগ করে বিএনএম প্রার্থী হিসেবে নোঙর প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর থেকেই নোঙর প্রতীকের কর্মী-সমর্থকের ওপর জুলুম-নির্যাতন শুরু হয়েছে। আমার বাড়িতে ককটেল হামলা চালানোসহ বিভিন্ন এলাকায় ককটেল হামলা করা হয়েছে। নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর আমার কর্মী-সমর্থকদের হুমকি, মারধরসহ নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, তার কর্মী-সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। এমনকি তার নোঙর প্রতীকের পোলিং এজেন্ট না হওয়ার জন্য হুমকি দেয়াসহ তাদের প্রচারণায় বাধা, অশ্লীল ভাষা ব্যবহার ও পোস্টার-ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। বিষয়গুলো নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিনের সন্তান নোঙর প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তানভির হাসান তন্ময়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।