সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

তিন দফা দাবিতে রোববার ২০ অক্টোবর সারাদেশে মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী সংগঠন জুলাই যোদ্ধারা।

সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের
সংগ্রহীত ছবি

তিন দফা দাবিতে রোববার (২০ অক্টোবর) সারাদেশে মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী সংগঠন জুলাই যোদ্ধারা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজিত এক সমাবেশে সংগঠনের পক্ষ থেকে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সব জেলা শহরের মহাসড়কে একযোগে অবরোধ পালন করা হবে।

সংগঠনটির ঘোষিত তিনটি মূল দাবি হলো—

১. জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান

২. আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া

৩. জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন

মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের সহযোদ্ধাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাই আমরা দাবি করছি দায়মুক্তি দিয়ে এমন একটি আইন করতে হবে, যাতে কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো হয়রানি বা ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়া না হয়। আমরা ন্যায়বিচারের আন্দোলন করছি, অপরাধের নয়। রাষ্ট্রের উচিত আমাদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া, শাস্তি নয়।

সমাবেশে বক্তারা জাতীয় সংসদ ভবন এলাকায় সাম্প্রতিক পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং পুলিশ সংস্কার বিষয়ক সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

চাঁপাই প্রেস/সূত্র_চ্যানেল আই অনলাইন