হবিগঞ্জের তিন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত,১আসনে স্থগিত ‎

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

হবিগঞ্জের তিন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত,১আসনে স্থগিত  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

‎দলীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

‎হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ মো. জি কে গউছ।

‎অন্যদিকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এস এম ফয়সাল।

‎দলীয় নেতারা জানান, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের অনুমোদনের পরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।