এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নবাবগঞ্জ ক্লাবে জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে এই নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন— জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, জেলা অটোরাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, জেলা ফাইর্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেন, জেলা ট্রাক ট্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, জেলা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. শহীদুল হুদা অলক।

বক্তারা বলেন, মরহুম এরফান আলী একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ছিলেন। তিনি জেলা সদরসহ বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, ঈদগাহসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। বিশেষ করে মরণঘাতী করোনার সময় দুস্থ ও শ্রমজীবী অসহায় মানুষকে চাল-ডাল দিয়ে সহযোগিতা করেছেন, যা জেলার মানুষ মনে রাখবে।

উল্লেখ্য, এরফান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।