শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত আনসার বাহিনী-জেলা কমান্ড্যান্ট
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য়) ধাপ-২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য়) ধাপ-২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বরিশাল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে, বরিশাল সদর উপজেলা আভি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম।
জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে উপজেলা আনসার সদস্যরা সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের দায়িত্ব পরিধি সুনির্দিষ্ট করা, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাহিনীর সংস্কার মূলক কর্মপরিকল্পনার সাথে সমন্বিত করতে এই প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। "আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা, উদ্যোক্তা ও আত্বকর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বির্নিমান করার পরামর্শ প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য়) ধাপ-২০২৫ সমাপনী অনুষ্ঠান কার্যক্রম বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে পিরোজপুর ব্যতিত ৫ টি জেলায় একই সাথে সম্পন্ন হয়েছে, যা আনসার সদস্যদের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।