শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত আনসার বাহিনী-জেলা কমান্ড্যান্ট

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য়) ধাপ-২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত আনসার বাহিনী-জেলা কমান্ড্যান্ট

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য়) ধাপ-২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‎শনিবার (১৮ অক্টোবর) বরিশাল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে, বরিশাল সদর উপজেলা আভি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। 

‎জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।

‎তিনি আরো বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে উপজেলা আনসার সদস্যরা সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের দায়িত্ব পরিধি সুনির্দিষ্ট করা, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাহিনীর সংস্কার মূলক কর্মপরিকল্পনার সাথে সমন্বিত করতে এই প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। "আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা, উদ্যোক্তা ও আত্বকর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বির্নিমান করার পরামর্শ প্রদান করেন।

‎সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। 

‎উল্লেখ্য, উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য়) ধাপ-২০২৫ সমাপনী অনুষ্ঠান কার্যক্রম বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে পিরোজপুর ব্যতিত ৫ টি জেলায় একই সাথে সম্পন্ন হয়েছে, যা আনসার সদস্যদের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‎