‎পবিপ্রবিতে বিজয়-২৪ হলের নবীনবরণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে আয়োজিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

‎পবিপ্রবিতে বিজয়-২৪ হলের নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে আয়োজিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান। 

‎সোমবার( ৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ আয়োজনে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয় বিশেষ রাতের খাবার, উপহারসামগ্রী প্রদান এবং পুরো হলজুড়ে আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখ করানো হয়।

‎অনুষ্ঠানের শুরু থেকেই হলের প্রবীণ ও নবীন শিক্ষার্থীরা মিলেমিশে এক পরিবারে পরিণত হয়। নবীনরা নিজেদের অনুভূতি ভাগাভাগি করে জানায় নতুন পরিবেশে নিজেদের আগ্রহ ও স্বপ্নের কথা। অন্যদিকে, প্রবীণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনকে সফলভাবে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা তুলে ধরেন।

‎অনুষ্ঠানে বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সিএসই ২০১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী বায়জিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার।

‎এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, ছাত্র নির্দেশনা ও পরামর্শের পরিচালক এবং শরীরচর্চা বিভাগের পরিচালক।

‎বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা, বিজয়-২৪ হলের প্রবীণ শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। তারা বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, আশা-প্রত্যাশা এবং নতুন পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার নবীনদের উদ্দেশে বলেন, “সততা, নৈতিকতা ও আন্তরিকতা দিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তোমাদের পাশে থাকবে।

‎বিশেষ অতিথি প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয় জীবনের প্রাথমিক দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, “নবীন শিক্ষার্থীরা দেশের আগামী দিনের কর্ণধার। তাই তাদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, “তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় আজ শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেবল ডিগ্রির জন্য নয়; এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব, মানবিকতা ও দায়িত্ববোধ শেখার এক বিশাল কর্মশালা। তোমাদের স্বপ্নগুলোকে বড় করে দেখতে হবে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।

‎তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমুখী শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নবীন শিক্ষার্থীরা এই যাত্রার অন্যতম অংশীদার। তোমরা যদি নিষ্ঠা,পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে যাও, তবে শুধু নিজের ভবিষ্যৎ নয়—দেশ ও সমাজের ভবিষ্যত ও উজ্জ্বল করবে।

‎শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদা সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি যোগ করেন, “পবিপ্রবি শুধুমাত্র পাঠদানের স্থান নয়, এটি একটি পরিবার। তোমরা যাতে নিরাপদ, স্বস্তিদায়ক এবং শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারো, সেই দায়িত্ব আমাদের। আমরা চাই, এখানকার প্রতিটি শিক্ষার্থী একাডেমিক উৎকর্ষের পাশাপাশি মানবিক গুণাবলিতে গড়ে উঠুক, যাতে আগামী দিনে তোমরা জাতির আলোকবর্তিকা হতে পারো।” আনুষ্ঠানিকতা শেষে নবীন শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং সকলকে রাতের খাবারের মাধ্যমে এক অনবদ্য মিলনমেলায় যুক্ত করা হয়।

‎এ আয়োজনকে কেন্দ্র করে বিজয়-২৪ হল এক উৎসবমুখর রূপ ধারণ করে। নবীনরা জানান, এমন সুন্দর ও প্রাণবন্ত আয়োজন তাদের মনে নতুন উদ্দীপনা যোগ করেছে। প্রবীণ শিক্ষার্থীরাও নবীনদের পাশে থেকে সহযোগিতা ও বন্ধুত্বের প্রতিশ্রুতি দেন। এই আয়োজনের মধ্য দিয়ে শুধু একটি নতুন ব্যাচকে স্বাগত জানানো হয়নি; বরং গড়ে উঠেছে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও একাডেমিক চর্চার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার।