রাজশাহীতে জামায়াতের নির্বাচনী গণসংযোগ

আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার উদ্যোগে ১০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ

রাজশাহীতে জামায়াতের নির্বাচনী গণসংযোগ

সজল মাহমুদ রাজশাহী : আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার উদ্যোগে ১০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করা হয়েছে।

নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ রাজশাহী-২ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর।

এছাড়াও নির্বাচনী গণসংযোগে অংশ নেন- জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আমির, ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক মতি, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার নায়েবে আমির আমিনুল ইসলাম, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ১০ নং ওয়ার্ড জামাতের আমির সাজ্জাদ হোসেন, ১০ নং ওয়ার্ড জামাতের সহ সেক্রেটারী মোহাম্মদ মিলন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা যুব বিভাগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম পারভেজ সহ জামায়াত, যুব বিভাগ ও ছাত্র শিবিরের অসংখ্য নেতা-কর্মী।

আজ আসরের নামাজ শেষে কলাবাগান, হেতেম খা, হয়ে মাগরিবের নামাজ আদায় করেন হেতেমখা ছোট মসজিদে জাদুঘর মোড়, সহ আশেপাশের এলাকায় গণসংযোগ পরিচালিত হয়।

গনসংযোগে অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন- আমরা প্রচার-প্রচারণা চালিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি জনগণ বলছে বিভিন্ন দল দেখলাম এবার জামায়াত ইসলামকে দেখতে চাই। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সমাজে সৎ লোকের শাসন কায়েম হলে-মুসলিম-অমুসলিম সংখ্যালঘুসহ সকলেই শান্তিতে বসবাস করতে পারবে। 

তিনি আরো বলেন যুবসমাজ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে, নাই প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার কোন বিকল্প নাই। নির্বাচনে জয়লাভ করলে যুব সমাজের জন্য কর্মস্থান ও মাদক মুক্ত সমাজ গড়তে চাই।