গোমস্তাপুরে ফেক আইডি থেকে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিছু কুচক্র ব্যক্তি ফেসবুক ফেক আইডি খুলে সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, বানোয়াট, ধুম্রজাল সৃষ্টিকারী, ভিত্তিহীন, মানহানিকর, অশ্লীলতামূলক ও অনাকাঙ্খিত পোস্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিছু কুচক্র ব্যক্তি ফেসবুক ফেক আইডি খুলে সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, বানোয়াট, ধুম্রজাল সৃষ্টিকারী, ভিত্তিহীন, মানহানিকর, অশ্লীলতামূলক ও অনাকাঙ্খিত পোস্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে গোমস্তাপুর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, এসব ফেক আইডির সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে করে পরবর্তীতে এরকমভাবে আর কোন মানুষের সম্মান নিয়ে খেলার সাহস কেউ না পায় ফেক আইডি খুলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ড: আব্দুল ওয়াদূদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক বাবুল হক, আল মামুন, দুলাল হুসাইন, আনোয়ার হোসেন,এরশাদ আলী, কাওসার আলী প্রমূখ।