কৃষকের মাঝে বীজ ও উপকরণ বিতরণ

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন

কৃষকের মাঝে বীজ ও উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ১ বিঘা জমির জন্য বিনামূল্যে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার, ১ রোল পলিথিন, সুতলি, বালাইনাশক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ২ হাজার ৮০০ টাকা পাচ্ছেন।

বৃহস্পতিবার বেলা ২টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

উদ্বোধনী দিনে উপজেলার ৫০ জন কৃষকের মধ্যে এসব বীজ ও উপকরণ বিতরণ করা হয়।

পরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক ড. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ অন্যরা।

চলতি অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ (২য় পর্যায়ের) আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষে এই ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব বিতরণ করা হচ্ছে।