চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ১২
গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামে ও গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয় করার অভিযোগে ১২জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামে ও গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয় করার অভিযোগে ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় ও সন্ধ্যায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার পৃথক ২টি সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরজন গ্রামে অভিযান চালায়। অভিযানে মাদক সেবন ও বিক্রয় করার অভিযোগে সরজন গুচ্ছগ্রামের ছহিমুদ্দিনের ছেলে তহিদুল ইসলাম কালু (৩৩), সরজন উত্তর পাড়ার হযরত আলীর ছেলে গোলাম মর্ত্তুজা (২৭) ও সরজন রোড পাড়ার মৃত আনছার আলীর ছেলে আবুল কালাম (৪৯)কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভাধীন কেডিসি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে আরো ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রহনপুরের লক্ষীনারায়ণপুর মাহাজানটোলার মৃত মকবুল হোসনের ছেলে আব্দুল করিম (৪০), লালকোপড়া অভিমান্নপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে হাবিবুর রহমান (২৫), নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার তাজ উদ্দিন ওরফে তজিবুরের ছেলে আব্দুল হান্নান (৩৮), বহিপাড়ার মতিউর রহমানের ছেলে মো. কামরুজ্জামান (২৪), রহনপুর মহল্লার নাজির হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নিমতলা কাঠাল গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রাজু (২০), নাচোল উপজেলার কালাইর পাথরঘাটা গ্রামের তাজমুল হোসেনের ছেলে মো. দুলাল (৩৫), শ্রীরামপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৭) ও মো. সুজনের ছেলে মো. সাহিদ (১৯)। তাদেরকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।