চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক তরুণের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে মো. নাঈম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের মহানন্দা নদীর চর উদয়নগর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম গোমস্তাপুর সদর ইউনিয়নের খোসালপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। সে গোমস্তাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাজ (১৪) ও অনিক (৫) নামের দুই চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে নদীর চর উদয়নগর ঘাটে গোসল করতে যায় নাঈম। গোসলের এক পর্যায়ে রাজ ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে নাঈম ডুবে যায়। পরে রাজ ও অনিক স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করার পাশাপাশি ফায়ার সার্ভিসেও খবর পাঠায়।
তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিকাল পৌনে ৩টার দিকে স্থানীয়রা নাঈমের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন,মরদেহটি উদ্ধারের পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’



