নওগাঁয় বিএনপি নেতা ডাবলুর উঠান বৈঠক

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

নওগাঁয় বিএনপি নেতা ডাবলুর উঠান বৈঠক

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের কোমাইগাড়ি এলাকায় দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি ও ৩১ দফা কর্মসূচির বার্তা জনসাধারণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওগাঁ পৌরসভার অন্তর্গত কোমাইগাড়ি মধ্যপাড়া ও ওটিপাড়া এলাকায় দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বৈঠকে প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিত লক্ষ্য করা যায়। তবে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি চোখে পরার মতো।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নওগাঁ সরকারি কলেজের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহবুবুর রহমান ডাবলু ।

এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সাথী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটিরব সদস্য আশিকুর আজাদ আশিক, সৌরভ খান, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, যুবনেতা রুবেল সরকার ওয়ার্ড বিএনপি নেতা মামুন প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। অনুষ্ঠানে তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন এছাড়াও তার বক্তব্যে আরো বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এক নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা,এক নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাবু, এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাল মণ্ডল প্রমূখ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এলাকাবাসীর উপস্থিতিতে দুটি উঠান বৈঠক’ই ছিল জনসমাগমে মুখরিত।