নিয়ামতপুরে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির ব্যানারে মানববন্ধন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মাদরাসা শিক্ষক কর্মচারী সমিতি, নিয়ামতপুর শাখার উদ্যোগে বর্নাঢ্য রেলী উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় রেলী ও মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সকল মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
বরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা তৈবুর রহমান।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষক সমাজ দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি।
তারা অবিলম্বে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন শেষে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুনের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং সকল শিক্ষকদের উদ্দেশ্যে মুনাজাত করেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।