টঙ্গী বিশ্ব ইসতেমায় সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের বিচার দাবিতে মানব বন্ধন

টঙ্গী ময়দানে ৪ শহীদের খুনিদের ফাঁসি চাই লিখা সম্বলিত ব্যানার নিয়ে প্রায় ৫ শতাধিক লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন

টঙ্গী বিশ্ব ইসতেমায় সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের বিচার দাবিতে মানব বন্ধন

নিয়ামতপুর নওগা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্হীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪জন শহীদ ও শতাধিক আহতের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার,শাস্তি ও সাদ পন্হীদের কর্মকাণ্ডের নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(২৯ ডিসেম্বর) সকালে উপজেলা উলামা-মাশায়েক, তাবলিগের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্ল্যাকাডে "সাদ পন্হীদের বিচার ও ফাঁসি চাই, টঙ্গী বিশ্ব ইজতেমা শুধুমাত্র ওমেলাদের তত্বাবধানেই হতে হবে, টঙ্গী ময়দানে ৪ শহীদের খুনিদের ফাঁসি চাই লিখা সম্বলিত ব্যানার নিয়ে প্রায় ৫ শতাধিক লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

উপজেলা জামে মসজিদের খতিব মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আব্দুল মতিন, মিনহাজুল ইসলাম,নুরনবী, জাহাঙ্গীর আলম, মামুনুর রশীদ প্রমূখ। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন তৌহিদী জনতার নেতৃবৃন্দ।