দুমকীতে ধর্ষণের পলাতক আসামি নানা বাড়ি থেকে আটক
জুলাই বিপ্লবে শহীদ (গেজেটেড) হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে নানার বাড়ি থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জুলাই বিপ্লবে শহীদ (গেজেটেড) হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে নানার বাড়ি থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ।
গ্রেপ্তারকৃত সিফাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে।
ডিবি'র একটি দল শুক্রবার(২১ মার্চ) ভোর ৫ টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, সম্প্রতি দুমকী থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ সিফাত মুন্সিকে(১৯) তার নানা বাড়ি থেকে আটক করা হয়ছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার(১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার আলগী এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ তুলে ভুক্তভোগী ওই শহিদ কণ্যা পরের দিন বুধবার(১৯ মার্চ) নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামী সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।