পবিপ্রবিতে অনলাইন ট্যাক্স রিটার্ন ও রেকর্ড কিপিং প্রশিক্ষণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কৃষি অনুষদের সেমিনার

পবিপ্রবিতে অনলাইন ট্যাক্স রিটার্ন ও রেকর্ড কিপিং প্রশিক্ষণ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কৃষি অনুষদের সেমিনার কক্ষে আজ সকাল ৯ টায় (১১ আগস্ট ২০২৫) “অনলাইন ট্যাক্স রিটার্ন ও রেকর্ড কিপিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আইকিউএসি (IQAC)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানি। ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ। 

‎বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন,“সঠিকভাবে কর প্রদান একটি নাগরিক দায়িত্ব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করলে সময়, খরচ ও শ্রম—সবই সাশ্রয় হয়। পাশাপাশি এটি আমাদের আর্থিক কর্মকাণ্ডকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।

‎বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,“আমাদের দেশে অনেক সময় কর দাখিল প্রক্রিয়া জটিল মনে হয়, কিন্তু অনলাইন পদ্ধতি ব্যবহার করলে সেটি সহজ, দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করা যায়। আজকের এই প্রশিক্ষণ আমাদের সবাইকে প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে।

‎প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি’র মাননীয় উপাচার্য বিশিস্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“বর্তমান বিশ্বে ডিজিটালাইজেশন শুধু বিলাসিতা নয়, বরং এটি সময়ের দাবি। কর ব্যবস্থাপনায় অনলাইন ট্যাক্স রিটার্ন ও সঠিক রেকর্ড কিপিং একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে অপরিহার্য ভূমিকা রাখে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে এর কোনো বিকল্প নেই।

‎তিনি আরও বলেন, আমরা চাই পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করুন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে কর রিটার্ন দাখিল করতে সক্ষম হন। এই প্রশিক্ষণ শুধুমাত্র তথ্য জানার জন্য নয়, বরং আমাদের আর্থিক সচেতনতা ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশ্বাস করি, আজকের এই আয়োজন অংশগ্রহণকারীদের কর সংক্রান্ত সকল প্রক্রিয়াকে সহজ ও নির্ভুলভাবে সম্পন্ন করার আত্মবিশ্বাস জোগাবে এবং ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

‎দিনব্যাপী এ প্রশিক্ষণে কর বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন পটুয়াখালীর কর পরিদর্শক শেখ সালামাত উল্লাহ। তিনি ‘Introduction to e-Return’, ‘Income, Expenditure and Tax Rebate’, ‘Assets and Liabilities’ এবং ‘Online Submission of Tax Return’ বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

‎প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিল, কর ছাড়, সম্পদ ও দায় দাখিলসহ রেকর্ড সংরক্ষণে আধুনিক পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন, যা ভবিষ্যতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।