‎দুমকীতে তাঁতী দলের আহ্বায়ক কমিটি গঠন

বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে

‎দুমকীতে তাঁতী দলের আহ্বায়ক কমিটি গঠন

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাসুদ হাসান সরদারক আহ্বায়ক, মোঃ জসিম উদ্দিন মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাতী দলের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শাহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানান।

‎এছাড়া কমিটিতে মো: জাকির হোসেন হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৯ জন যুগ্ম আহ্বায়ক, ২৩ জন সাধারণ সদস্য সহ মোট ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে ইউনিয়নে সম্মেলন ও কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনাও দেয়া হয়েছে।