দুমকিতে দূর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা 

ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা

দুমকিতে দূর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা 

মোঃ সজিব সরদার  পটুয়াখালী জেলা প্রতিনিধি: ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা। পূজা আয়োজকদের নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে।

‎বরাবরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব পালনের জন্য উপজেলার ৫টি ইউনিয়নে ৯টা মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

‎সরেজমিনে ঘুরে দেখা যায়, সকল মন্দিরেই প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে মন্দিরে প্রতিমা তৈরিতে মাটির কাজ নিয়ে  চলছে মহা কর্মযজ্ঞ । সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রতিমার নিক্ষুত ফিনিশিং কাজ। কোন মন্দিরের প্রতিমা শুকানো শেষ হয়েছে। আবার কোন মন্ডপে প্রতিমায়  রংয়ের কাজ শুরু হয়েছে। এছাড়াও তোরন নির্মাণ, প্যান্ডেল তৈরি, সাউন্ড ও আলোকসজ্জার কাজ চলছে পুরোদমে।

‎দুমকি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুমকিতে মোট ১১ টি সার্বজনীন পূজা মন্দির থাকলেও এবছর ৯ টি মন্দিরে সারদীয় দূর্গা পূজার আয়োজন করেছে। বাকী ২টি অর্থের অভাবে স্থগিত করা হয়েছে বলে জানান রাজাখালী সার্বজনীন দূর্গা মন্দিরের সম্পাদক তপন চন্দ্র হাওলাদার।এবছর মুরাদিয়া ইউনিয়নে সর্বাধিক ৫টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। উত্তর  মুরাদিয়া বোর্ড অফিস বাজার সার্বজনীন দূর্গা মন্দির দাস বাড়ী, মুরাদিয়া বটতলা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, মধ্য মুরাদিয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্দির, দক্ষিণ মুরাদিয়া শ্রী শ্রী নবজাগরণ দূর্গামন্দির ও মুরাদিয়া পাইন বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। শ্রীরামপুর ইউনিয়নে দুমকি নতুন বাজার সার্বজনীন শ্রী শ্রী হরি কেন্দ্রীয় মন্দির। আঙ্গারিয়া ইউনিয়নে পশ্চিম আঙ্গারিয়া ১নং ওয়ার্ডে শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিণ জলিশা সার্বজনীন দূর্গা মন্দির। লেবুখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে শ্রী শ্রী হরি মন্দির । পাঙ্গাশিয়া ইউনিয়নে দক্ষিণ পাঙ্গাশিয়া শ্রী শ্রী জয় গুরু মন্দির।

‎প্রতিমা তৈরির কারিগর পঙ্কজ পাল বলেন, এবছর ৫টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ করতেছি। চলমান পরিস্থিতিতে বাজার মন্দার কারণে প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির পারিশ্রমিক হিসেবে ৪৫-৫৫হাজার টাকা চুক্তিতে কাজ করতেছি।

‎লেবুখালী সার্বজনীন শ্রী শ্রী হরি--গুরুচাদ মতুয়া মন্দির ও শ্রী শ্রী উত্তম গোসাই ভক্ত সেবাশ্রমের প্রতিমা তৈরির কারিগর শিশির পাল বলেন,  এ বছর প্রতিমা তৈরির মালামালের মূল্য বৃদ্ধির ও শ্রমিক সংকটের কারণে আগের চেয়ে মজুরিও বেশি। তার পরেও প্রায় ৮০-৮৫ হাজার টাকা মজুরির বিনিময়ে কাজ করছি এই মন্দিরে। ‎

‎এবছর সারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি কেমন এব্যাপারে শ্রীরামপুর ইউনিয়নের দুমকি নতুন বাজার সার্বজনীন শ্রী শ্রী হরি কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল বিশ্বাস বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর আমরা দুর্গোৎসব পালন করব। দুর্গা দেবীর আরাধনা করব। দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আমরা স্বাভাবিকভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজার আয়োজন করার চেষ্টা করছি। সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার, জাতি গোষ্ঠীর ভেদাভেদ ভুলে আনন্দের সাথে দুর্গা উৎসব পালন করি। সৃষ্টিকর্তা মা দুর্গা দেবীর কাছে আমরা প্রার্থনা করব দেশে যেন আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারি।

‎পশ্চিম আঙ্গারিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং দূর্গা মন্দিররের প্রতিষ্ঠাতা সভাপতি গোবিন্দ মন্ডল জানান, আমাদের এখানে প্রতি বছরই খুব সুন্দর ভাবে ব্যাপক আয়োজনে শারদীয় দুর্গাপূজা পালন করে থাকি। এবছর‌ও আমাদের আয়োজন ভালো। আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশাকরি হিন্দু- মুসলিম ভাই ভাই। সবাই মিলে মিলেমিশে দূর্গা উৎসব পালন করব।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে বেশ কয়েকবার মিটিং করেছি।  উপজেলার ৯টি পূজামণ্ডপের সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। এবছর সকল মন্ডপে সিসিটিভি বসানো হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও কাজ করছে।