চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীনবরণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীনবরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। (২৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অত্র কলেজে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। স্বাগত বক্তব্য দেন,অত্র কলেজের বাংলা বিভাগের বিভাগী প্রধান ও আজকের অনুষ্ঠানের আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডাঃ মোহাঃ জাওয়াদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রফেসর মুহাম্মদ ইনসান আলী, সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামশুন নাহার,রাজশাহী সিটি কলেজের রাস্ট্রবিজ্ঞানে সহকারী অধ্যাপক মোঃ তানভিরুল হক প্রমুখ।