‎কালেঙ্গায় বনরক্ষী দলের সঙ্গে গাছচোরদের সংঘর্ষ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

‎কালেঙ্গায় বনরক্ষী দলের সঙ্গে গাছচোরদের সংঘর্ষ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে প্রায় আধাঘণ্টা ধরে চলা এই ঘটনায় অন্তত ৩৪ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানিয়েছে বন বিভাগ।

‎কালেঙ্গা রেঞ্জ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে একদল গাছচোর পাহাড়ি এলাকায় সেগুনগাছ কাটছিল। খবর পেয়ে কালেঙ্গা বিট কর্মকর্তা অল-আমিনের নেতৃত্বে তিনজন বনরক্ষী সেখানে পৌঁছান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে গাছচোরেরা তাদের ধাওয়া করে। এ সময় বনরক্ষীরা আত্মরক্ষার্থে গুলি চালালে গাছচোরেরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে চলে এ গুলিবিনিময়।

‎কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক বলেন, “বনরক্ষীরা গুলি চালিয়ে পিছু হটে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গাছচোরেরা পালিয়ে যায়।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গাছ কাটার সরঞ্জাম ‘সেফনসা’ উদ্ধার করা হয়েছে।

‎রেঞ্জ কর্মকর্তার ভাষায়, গাছচোরদের দলটি ছিল সংঘবদ্ধ ও অস্ত্রধারী। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বন বিভাগের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।