চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় চাষীদের কাছে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে এক কীটনাশক ও সার-বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় চাষীদের কাছে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে এক কীটনাশক ও সার-বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ার বিভিন্ন মুদি ও সার-বীজ দোকানে তদারকি অভিযান চালানো হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও টিএসপি সার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বাজারে টিএসপি সারের নির্ধারিত দাম ১ হাজার ৩৫০ টাকা হলেও ওই দোকানদার তা ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করছিলেন। এ কারণে জরিমানার পাশাপাশি ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করা হয়। জব্দকৃত সার সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিযানের সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন সার, বীজ ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মামুনুল হাসান।