বদলগাছীতে পানিফল চাষে আর্থিক সফলতার স্বপ্ন কৃষকদের  

দেশের উত্তরের কৃষি উপযোগী জেলা নওগাঁর বদলগাছী উপজেলা। এই উপজেলার প্রায় ৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত ধান, কম, ভুট্টা,আলু, পিয়াজ, মরিচ, আদ্দা, বেগুনসহ বিভিন্ন জাতের ফলো চাষ হয় এই উপজেলায় আম, পিয়ারা, পিপে,ড্রাগন, মালটা,কলা পানিফলসহ প্রায় সবধরনের ফলো চাষ হয় এই উপজেলায়

বদলগাছীতে পানিফল চাষে আর্থিক সফলতার স্বপ্ন কৃষকদের  

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :দেশের উত্তরের কৃষি উপযোগী জেলা নওগাঁর বদলগাছী উপজেলা। এই উপজেলার প্রায় ৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত ধান, কম, ভুট্টা,আলু, পিয়াজ, মরিচ, আদ্দা, বেগুনসহ বিভিন্ন জাতের ফলো চাষ হয় এই উপজেলায় আম, পিয়ারা, পিপে,ড্রাগন, মালটা,কলা পানিফলসহ প্রায় সবধরনের ফলো চাষ হয় এই উপজেলায়।

 নওগাঁ জেলা কৃষি জেলা হিসেবে সুনাম রয়েছে দেশজুড়ে এই জেলার কৃষি পণ্য বাজারজাত হয় দেশের বিভিন্ন বড় বড় বাজারে। এবার জেলার বদলগাছী উপজেলায় পানিফল চাষে সফল হয়েছে এক কৃষক। উপজেলার মিঠাপুর ইউনিয়নের কৃষক শফিকুল ইসলাম কৃষি উৎপাদনে সফল এক উদাহরণ।

কৃষক শফিকুল আগে তিনি ধান ও বিভিন্ন সবজি চাষ করতেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে পানিফল চাষ শুরু করে তিনি পানিফল চাষে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন ।

স্থানীয়রা জানান, মিঠাপুর দই ভান্ডার এলাকার একটি পুকুরে পরীক্ষামূলকভাবে মাত্র এক বিঘা জমিতে পানিফল চাষ শুরু করেন কৃষক শফিকুল ইসলাম । প্রথম মৌসুমেই ভালো ফলন ও ভালো দাম পেয়ে তিনি উৎসাহিত হন। এবার তিনি দুই বিঘা একটি পুকুরে পানিফল চাষ করছেন।

কৃষক শফিকুল ইসলাম বলেন,পানিফল একটি লাভজনক ফসল,পানিফল চাষে খুব বেশি খরচ হয় না, আর ফলনও ভালো হয়। স্থানীয় বাজারে চাহিদা বেশি থাকায় বিক্রিও খুব সহজেই করাজয় । এবারও পানিফলের সুন্দর ফলন হয়েছে বিক্রি করে মোটাঅঙ্কের লাভের আশা করছেন এই চাষি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, পানিফল পুষ্টিগুণে ভরপুর এবং এটি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। সফল এই উদ্যোগ দেখে এখন অনেক কৃষক পানিফল চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষি অফিস থেকে আমরা সব ধরনের পরামর্শ দিয়ে আসতেছি এবং আমাদের সহযোগিতা সব সময় থাকবে।