রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন : রাজশাহীতে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন: রাজশাহী জেলার চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদপাড়া শলুয়া এলাকার আমিনুল হক এর ছেলে কামরুল হাসান(৩৮)।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও জানান,আজ রবিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী কামরুল এর বাড়িতে তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। কামরুল তালিকাভূক্ত একাধিক মাদক মামলায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।