স্মার্ট বাংলাদেশ বিষয়ে জেলা প্রশাসনের সভা
লোকাল গভার্নমেন্ট অ্যাওয়ার্ডের প্রায়োগিক ফলাফল বিষয়ক পর্যালোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ : লোকাল গভার্নমেন্ট অ্যাওয়ার্ডের প্রায়োগিক ফলাফল বিষয়ক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক স্বস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করে অ্যাওয়ার্ড ছিনিয়ে নিতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।