শিবগ‌ঞ্জে স্থানীয় অর্থনীতি ও আমের সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শিবগ‌ঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃ‌দ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী বৃহত্তর কর্মশালা

শিবগ‌ঞ্জে স্থানীয় অর্থনীতি ও আমের সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা

আরাফাত হোসেন,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শিবগ‌ঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃ‌দ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী বৃহত্তর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শিবগ‌ঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃ‌দ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন, জীবন কৃষ্ণ সাহা রায়, মহাপ‌রিচালক; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আব্দুস সামাদ; জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ। উক্ত অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সেবে হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নকিব হাসান তরফদার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চাঁপাইনবাবগঞ্জ, আলমগীর কবির, হেড অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সুইচ কন্ট্রাক্ট; বাংলাদেশ, ড. মোঃ মোখলেসুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা; জাতীয় উদ্যান তত্ত্ব ও গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জসহ কৃষি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

প্রশাসক, শিবগঞ্জ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ; মোঃ আজাহার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিবগঞ্জ উপজেলা তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আম ব্যাবসায়ীগণ। 

উক্ত আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আমের জাত (উন্নত উদ্ভাবনী নতুন জাত) ও আমের তৈরি ঐতিহ্যবাহী খাবার এবং খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার আম নিয়ে নাটক, মঞ্চস্থ প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।