চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি উল্টে চাপা পড়ে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় ভুটভুটি উল্টে চাপা পড়ে আসানুর (৪২) নামে এক চালক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে গোদাগাড়ী-আমনুরা সড়কের খাদ্য গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভুটভুটি চালক নওগাঁর নিয়ামতপুর থানার বনগাঁ চাঁন্দইল এলাকার তৈমুরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, মাছ বিক্রি করে বাড়ি ফিরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে যায়। এতে ভুটভুটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসানুর।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।