শিবগঞ্জ সাংবাদিক সন্তানের মৃত্যু
দেশের গণমাধ্যমের পরিচিত সাংবাদিক মোঃ হাসান আলী গভীর শোক প্রকাশ করেছেন তার প্রিয় সন্তান মোঃ জুনাইদ বিন হাসানের অকাল প্রয়াণে।
 
                                শিবগঞ্জ প্রতিনিধিঃ দেশের গণমাধ্যমের পরিচিত সাংবাদিক মোঃ হাসান আলী গভীর শোক প্রকাশ করেছেন তার প্রিয় সন্তান মোঃ জুনাইদ বিন হাসানের অকাল প্রয়াণে।

মাত্র ৪ বছর বয়সি জুনাইদ আজ সকাল ৬ টার সময় মক্তবে আরবি পড়ার জন্য গিয়েছিলেন। মক্তব থেকে বাসায় ফেরার পথে বৃষ্টির পানিতে পা পিছলে ছোট একটি গর্তে পড়ে যান, যেখান থেকে আর উঠতে পারেননি। পরিবার দ্রুত তাকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনাইদকে মৃত ঘোষণা করেন।
মোঃ হাসান আলী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তাই হঠাৎ এই দূর্ঘটনার সংবাদে তিনি স্থানীয়ভাবে উপস্থিত হতে পারছেন না। পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে।

তিনি দেশবাসীর কাছে দোয়া ও সমর্থনের জন্য আবেদন করেছেন এবং সকলকে আহ্বান জানিয়েছেন, ছোট্ট জুনাইদকে স্মরণ করে প্রার্থনা করবেন।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
