শিবগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ পৌর ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, মহিলা লীগ নেত্রী নুরজাহান, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল মিঞা, যুবলীগ নেতা মেসবাউল হক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা অন্যরা।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ নভেম্বর সারাদেশে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।