বুড়িচংয়ে গ্রামের রাস্তায় ড্রামট্রাক্টর চলাচল বন্ধসহ কঠোর অবস্থান-আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত 

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচংয়ে গ্রামের রাস্তায় ড্রামট্রাক্টর চলাচল বন্ধসহ কঠোর অবস্থান-আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত 

মোঃ আবদুল্লাহ বুড়িচং:কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গ্রামের ফিডার রাস্তা—যা স্থানীয়ভাবে ফাঁড়ি সড়ক নামে পরিচিত—এসব রাস্তায় ড্রামট্রাক্টর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এতে রাস্তাঘাট নষ্ট হওয়া, দুর্ঘটনা বৃদ্ধি এবং পরিবেশঝুঁকি রোধে কঠোর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া অবৈধ মাটি কাটা, ড্রেজার মেশিন ব্যবহার এবং পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।

শিক্ষার মানোন্নয়নে প্রাইভেট পড়ানো নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়গুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়। চুরি, মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ দমনে সমন্বিতভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনিয়নভিত্তিক ওষুধ ছিটানো, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা জোরদার করার সিদ্ধান্তও গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মদ অক্ষর, বুড়িচং থানার প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রাণীসম্পদ কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ-এর এজিএম, খাদ্য কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এবং বীরমুক্তিযোদ্ধা বাছির উদ্দিন।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।